জামায়াতের সমাবেশে ৪ জোড়া বিশেষ ট্রেন, ভাড়া ৩২ লাখ—রেলের বাণিজ্যিক সিদ্ধান্ত: Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে দলটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে। এসব ট্রেনের জন্য জামায়াত ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে বলে নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়।

শুক্রবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এটি রেলের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এবং এর সঙ্গে কোনো দলীয় রাজনীতির সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক করে মন্ত্রণালয় জানায়, অতীতেও রাজনৈতিক দলের কর্মসূচির জন্য ভাড়া ভিত্তিক বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ছুটির দিনে অফ-ডে ট্রেনের রেক ব্যবহার করে এ চার জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে, যাতে নিয়মিত যাত্রীসেবায় কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া, ট্রেন না দিলে নিয়মিত যাত্রীদের টিকিট সংকট, অবৈধ ভ্রমণ এবং রেলের রাজস্ব ক্ষতি হতো।

রেলপথ মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।

Post a Comment

0 Comments