আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছ থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রেস সচিব ছফওয়ানুল করিম।
বিষয়টি নিশ্চিত করে ছফওয়ানুল করিম বলেন, সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমানে আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র পূরণের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর সালাহউদ্দিন আহমদ স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সালাহউদ্দিন আহমদের পক্ষে তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি একটি রেকর্ড গড়েন। সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন।
অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট সরকার গঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালের ১০ অক্টোবর সালাহউদ্দিন আহমদ মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
0 Comments