দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার আয়োজন করেছে। দলটির দাবি, এই সংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানেই আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে এবারের গণসংবর্ধনা—এমনটাই প্রত্যাশা দলটির। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেবেন বলে দাবি করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। এর আগে স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও এবারই প্রথম দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান।

Post a Comment

0 Comments