আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগে বড় সংকটে পড়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে দলটির তিন বিদেশি ক্রিকেটার বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন।
বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছিল পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলাকে। তবে শেষ পর্যন্ত তিনজনই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।
পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে খেলতে প্রয়োজনীয় ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরার আহমেদের এনওসি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আবরারের বিপিএলে খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
বিদেশি ক্রিকেটারদের হঠাৎ প্রত্যাহারে বিপিএল শুরুর আগে বড় চ্যালেঞ্জে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প সময়ের মধ্যেই দলটিকে বিকল্প বিদেশি ক্রিকেটার খুঁজে নিতে হবে। বর্তমানে দলটির বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।
0 Comments