অজপাড়া গ্রামে বিজয়ের উপহার স্কুল

ওমর ফারুক সোহাগঃ কক্সবাজারের টেকনাফের হ্নীলায় শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া অবহেলিত অজপাড়া গ্রামে বিজয়ের দিনে উদ্বোধন করা হয়েছে কোমলমতি শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়।

২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ৬নং ওয়ার্ডে 'লেচুয়াপ্রাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়' নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোন একটি স্কুল প্রতিষ্ঠিত হল ওই ওয়ার্ডে। প্রতিষ্ঠানের জমি ও অর্থ দাতা হলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাকের আহমদের সভাপতিত্বে সাইফুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিক,আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আমান উল্লাহ,উলুচামরি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আব্দুর রহমান,নয়াপাড়া মোচনী আদর্শ বিদ্যাপিঠ এর পরিচালক লোকমান হাকিম, সমাজ সেবক ও শিক্ষানূরাগি শহীদ উল্লাহ, সমাজ সেবক নুরুল আবছার,হোছন আহমদ,মাস্টার শাহজাহান,আব্দুল্লাহ মনির, জালাল উদ্দীন । উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, ফরিদ আলম, জুহুর আলম, আব্দুর রহমান সহ অনেকেই।

উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বলেন, অত্র ওয়ার্ডের কোমলমতি শিশুদের লেখাপড়ার দুঃখ দূর্দশা দেখে আমি নিজে থেকেই উদ্যোগী হয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। এই এলাকার মানুষ খুবই গরীব- অসহায় তাদের পক্ষে এত বড় উদ্যোগ সম্ভব নই, তাই নিজেই এলাকাবাসীকে নিয়ে শিক্ষিত সমাজ গড়তে এই এই প্রতিষ্ঠান করা হয়েছে। তাই এই এলাকার উপযুক্ত সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তবেই এই উদ্যোগ সফল হবে।

অনুষ্ঠানে শিশুদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে হ্নীলা ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অত্র ৬ নং ওয়ার্ডে প্রায় ৪-৫ হাজার মানুষের বসবাস রয়েছে।

Post a Comment

0 Comments