গোলাপের মালায় তারেক রহমানকে বরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নামার পর প্রথমে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গেলে সেখানে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন তার শাশুড়ি। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে দলীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Post a Comment

0 Comments