কক্সবাজারের ঈদগাঁওতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশন। শনিবার দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জুবাইরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদির সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ আলী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন এবং ব্যবসায়ী হুমায়ুন করিম সিকদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম মানবিক দায়িত্ব।
সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি জানান, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নানা মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
প্রাথমিকভাবে দু’শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝেও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
0 Comments