হিমালয়জয়ী শেরপা তাশির প্রথম সমুদ্র দর্শন কক্সবাজারে | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন ২৮ বছর বয়সী নেপালি শেরপা তাশি গ্যালজেন। ১৫ দিনের মধ্যে চারবার এভারেস্ট চূড়ায় ওঠার বিরল রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। অথচ, এত উচ্চতার মানুষটির জীবনে কোনো দিনও সমুদ্র দেখা হয়নি—সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে কক্সবাজারে এসে।

বাংলাদেশের এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলের আমন্ত্রণে তাশি গ্যালজেন এবং তাঁর ভাই তাশি লামা ঢাকায় আসেন ১০ জুলাই। এরপর ১৬ জুলাই তাঁরা পা রাখেন কক্সবাজারে। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তাশি বলেন,
“কক্সবাজার আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে কিছুদিন এখানে থেকে যাই, কিন্তু এখন তো আমাদের হাতে সময় নেই!”

তাশির জন্ম হিমালয়ের খুম্বু অঞ্চলের ফোর্তসে গ্রামে, যেখানে প্রায় প্রতি পাঁচজনে একজন এভারেস্টজয়ী! ছোটবেলা থেকেই বরফ আর দুর্গমতার মধ্যে বেড়ে ওঠা তাশি, ২০১৯ সালে প্রথম এভারেস্ট জয় করেন। এরপর প্রায় প্রতি বছরই নতুন চূড়া ছুঁয়েছেন। চলতি বছর ৯ মে থেকে ২৩ মে—মাত্র ১৫ দিনে চারবার এভারেস্টে উঠে বিশ্বকে তাক লাগিয়ে দেন।

তাশির কথায়,
“এই অভিযান শুধুই রেকর্ড গড়ার জন্য ছিল না, নিজের মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষাও ছিল।”

বাংলাদেশ সফরে এসে তিনি শিখেছেন আলুভর্তার স্বাদ, পেয়েছেন মানুষের ভালোবাসা আর আতিথেয়তার উষ্ণ ছোঁয়া। আর সবচেয়ে বড় পাওয়া— সমুদ্র দেখা।

Post a Comment

0 Comments