জনপ্রিয় তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কটের মৃত্যুঃ চিকিৎসার খরচ জোগাড়ে ব্যর্থতা বয়ে আনলো মর্মান্তিক পরিণতি | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট। শুক্রবার (১৮ জুলাই) হায়দরাবাদের একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ চার বছর ধরে কিডনি সমস্যায় ভুগলেও পরিবারের পক্ষে চিকিৎসার খরচ, প্রায় ৫০ লাখ রুপি, বহন করা সম্ভব হয়নি। জরুরি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হলেও সেই ব্যবস্থা করা যায়নি।

ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী ভিডিও বার্তায় সাহায্যের আবেদন জানালেও তারা প্রতারণার শিকার হন। একজন ব্যক্তি অভিনেতা প্রভাস-এর নাম ভাঙিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও শেষপর্যন্ত প্রতারণা করেন। উল্লেখযোগ্য সাহায্য না পেলেও কিছু সহশিল্পী ও তেলেঙ্গানার এক মন্ত্রী সামান্য অনুদান দেন। পাওয়ান কল্যাণ দেন দুই লাখ রুপি।

২০০১ সালে ‘খুশি’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করে ফিশ ভেঙ্কট ১৫০টিরও বেশি তেলেগু সিনেমায় কাজ করেছেন। ‘গব্বর সিং’, ‘আদি’, ‘ধী’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’, ‘মা উইন্থা গাধা বিনুমা’সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘কফি উইথ আ কিলার’ সিনেমায়।

Post a Comment

0 Comments